গোবিন্দগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে জামাই ও শ্বশুরের মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছায়েদ মিয়া (৬০) ও একই ইউনিয়নের বিশুবাড়ী গ্রামের সাজু মিয়ার (৩০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছায়েদ মিয়া সাবগাছি কালিকাপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে এবং সাজু মিয়া বিশুবাড়ী গ্রামের বাসিন্দা। তারা দুজনে জামাই-শ্বশুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী গ্রামের সাজু মিয়ার বাড়ীতে জামাই ছায়েদ মিয়া ও শ্বশুর সাজু মিয়া দুজনে মিলে ধান মাড়াইয়ের জন্য শ্যালো মেশিন নিয়ে বাড়ীর ভিতরে প্রবেশ করছিলেন। এ সময় বাড়ীর বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে তাদের দুজনের শরীরে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত দুই পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে সমবেদনা জানান এবং জামাই ও শ্বশুরের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

