গোবিন্দগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২৬ PM, ১৬ মে ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া গ্রামে বিদ্যুতায়িত হয়ে মমিনুল ইসলাম (২৬) নামের যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ মে) বিকেলে ৩টার দিকে বাড়ির মিটার থেকে ছেঁড়া তারের স্পর্শে ঘটনাটি ঘটে। নিহত মমিনুল শাখাহাতি গ্রামের আবু বক্করের ছেলে।

মমিনুলের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শালমারা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মমিনুল ঢাকায় চাকরি করত। ঈদের ছুটিতে সে বাড়িতে আসে।

আগামীকাল সোমবার তার ঢাকায় যাওয়ার কথা ছিল। অসাবধানতাবশত মিটারের আর্থিং তারের স্পর্শে সে অজ্ঞান হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মহিমাগঞ্জে নেয়ার পথে সে মারা যায়।

আপনার মতামত লিখুন :