গোবিন্দগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে সাগর মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার তালুককানুপুর ইউনিয়নে শনিবার (৬ আগস্ট) বেলা দেড়টার দিকে এ ঘটনাটি ঘটেছে। সে ওই ইউনিয়নের নোদাপুর গ্রামের কৃষক সাদা মিয়ার ছেলে। সাগর পাশর্^বর্তী জামালপুর সোলাইমানিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের স্বজনরা জানান, শনিবার ভোর রাত থেকে প্রচন্ড বৃষ্টি ও বাতাসের কারণে তাদের বাড়ির পাশের্^র জমিতে স্থাপিত সেচপাম্পের বৈদ্যুতিক তার মাটিতে পড়ে যায়। শিশু সাগর মিয়া তারটি ধরে সরাতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাথে সাথেই মারা যায়। তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

