গোবিন্দগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুতায়িত হয়ে বালিশা বেগম (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪জুন) দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালতলা চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বালিশা ওই গ্রামের বাসিন্দা মাহফুজার রহমানের স্ত্রী।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, বালিশা বেগম সিলিং ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

