গোবিন্দগঞ্জে বিদ্যালয়ের ৪ তলা ভবনের উদ্বোধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫১ PM, ২২ জানুয়ারী ২০২৩

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এস এন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা নামকস্থানে (২২ জানুয়ারি) বিকেলে অত্র ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু।

অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী বেলাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খলিল মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মাস্টার, অত্র বিদ্যালয়ের সভাপতি শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :