গোবিন্দগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে অবৈধ মশার কয়েল কারখানা ও ফিলিং স্টেশনে জরিমানা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে অবৈধ মশার কয়েল কারখানা ও ওজনে কম দেয়ায় ফিলিং স্টেশনে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ১ লাখ ৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা গেছে, অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করার অপরাধে ফারকো কেমিক্যাল (ব্রান্ড-ফারকো), গোবিন্দগঞ্জ দিঘীরহাট এলাকায় অবস্থিত, বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ (১) ধারায় ১,০০,০০০/- ( এক লক্ষ) টাকা জরিমানা ও প্রায় ২০০ কার্টুন মশার কয়েল ধবংস করা হয়।
এছাড়াও গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে মৌসুমি ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোল ইউনিটে পরিমাপে ৯০ মিলি কম প্রদান করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) এস এম আব্দুল্লাহ- বিন- শফিক।
এসময় প্রসিকিউটর ছিলেন, মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার ( সিএম) ও মোঃ আলমাস মিয়া, পরিদর্শক ( মেট), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।
বিষয়টি নিশ্চিত করেছেন, বিএসটিআইয়ের প্রসিকিউটর মোঃ দেলোয়ার হোসেন।

