গোবিন্দগঞ্জে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রবিউল কবির মনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ফারুক আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন পাতা, সহসভাপতি প্রভাষক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন রাজু ও পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শাজাহান আলী প্রমুখ।
অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

