গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যােগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যােগে বিএনপি নেতা সাংবাদিক জিল্লুর রহমান সরকারের পৃষ্ঠপোষকতায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো এর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি শুক্রবার সকালে বুড়িরভিটা বাজার নামকস্থানে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শের শাহ বিমান, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক রওশন হাবীব সরকার, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ আলী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, বিএনপি নেতা শাহ আলম,আব্দুল মান্নান, ছলেমান আলী ও রাজু মিয়া যুবদল নেতা আসাদুল ইসলামসহ নেতৃবৃন্দ।
শেষে মরহুম আরাফাত রহমান কোকো এর রুহের আত্মার মাগফেরাত কামনা করে ও আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশত নসীব কারেন এই কামনায় বিশেষ দোয়া করা হয়।

