গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে কর্মীসভা ও ইফতার মাহফিল 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২০ PM, ২৭ এপ্রিল ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) ফুলবাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি মো. খন্দকার আতিকুর রহমান সিজুর সভাপতিত্বে ফুটানী বাজার চাতালে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক ও জেলা বিএনপির সহসভাপতি ফারুক আহম্মেদ।

এতে প্রধানবক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব জেলা বিএনপির সহ সভাপতি রেজানুল হাবীব রফিক।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও উপজেলা আহবায়ক কমিটির সম্মানিত ১নং সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ ও পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনু।

উপজেলা বিএনপির দপ্তর সস্পাদক (চলতি দায়িত্ব) সাজাদুর রহমান সাজু ও ইউনিয়ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের যৌথ সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক, অধ্যাপক জোবায়ের রহমান, মাহফুজার রহমান, রুহুল আমীন লেবু, ইমরান চৌধুরী,আব্দুল মালেক, শের শাহ বিমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, মিতু মোল্লা, জাহাঙ্গীর আলম ডাবলু, আশরাফুল আলম, তরিকুল ইসলাম চঞ্চল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল গফুর, মোস্তাফিজুর রহমান দুলু, রফিকুল ইসলাম মন্ডল ও রেজাউল করিম প্রমুখ।

এছাড়া উপজেলা ও পৌর বিএনপিসহ ফুলবাড়ী ইউনিয়নের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

কর্মী সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির আন্দোলন রাজপথে জোরদার করতে হবে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র উদ্ধার করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সকল ভেদাভেদ ভুলে বিএনপি’র পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে লড়াই সংগ্রামের আহবান জানান বক্তারা।

আপনার মতামত লিখুন :