গোবিন্দগঞ্জে বিএডিসি ভবন নির্মাণ কাজের উদ্বোধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএডিসি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
রোববার (২৯ আগস্ট) দুপুরে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, এমপি মহোদয়ের সমন্বয়কারী আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন,আউপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সৈয়দ রেজা মাহমুদ, উপজেলা মৎস কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার শফিউল আলম মন্ডল জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিলসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

