গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৭ PM, ০৩ এপ্রিল ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী সেলিম মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা-রংপুর মহাসড়কের পৌরশহরের থানামোড়ে শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম পৌর শহরের চাষকপাড়ার বাসিন্দা ইমাম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা ঘোড়াঘাটগামী (ঢাকা-মেট্রো-ব-১৪-২১৮৪) একটি যাত্রীবাহী মিনিবাস ঢাকা-রংপুর মহাসড়কের থানামোড়ে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি বাইসাইকেলকে স্বজোরে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহি সেলিম গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে সেলিমের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :