গোবিন্দগঞ্জে বসতবাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে বসতবাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চর বালুয়া গ্রামের বাসিন্দা উজ্জল সরকারের সাথে একই গ্রামের জফিকুল ইসলাম, রেজাউল করিম, রাফিকুল ইসলাম ও এনামুল হকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়াদী নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। প্রতিপক্ষ জফিকুল ইসলাম ও রেজাউল করিমের বতসবাড়ীর কয়েকদিনের বৃষ্টির পানি নেমে উজ্জল সরকারের বাড়ীর মাটি ধসে যায়। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার উজ্জল সরকারের পরিবারের লোকজন এ সংক্রান্তে মৌখিক বাধা প্রদান করেন। একপর্যায়ে গত মঙ্গলবার সন্ধ্যায় আবারো বাধা-নিষেধ করেন। এতে উভয়পক্ষের মাঝে বাক-বিতন্ডা হয়। বাক-বিতন্ডার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন উজ্জল সরকারে স্ত্রী জাহিদার বেগমকে মারপিট সহ শ্লীলতাহানি ঘটায়। এতে জাহিদা বেগম গুরুতর আহত হন। এতেও তারা ক্ষ্যান্ত না হয়ে পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে উজ্জল সরকারের বসতবাড়ীতে দা, কুড়াল, শাবল, ছোরা ও হাসুয়ায় সজ্জিত হয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। বাড়ী ও ঘরের আসবাবপত্র ভাংচুর ও লুটপাটে প্রায় ৩ লক্ষধিক টাকার ক্ষতি সাধিত হয়।
এ ঘটনায় উজ্জল সরকার বাদী হয়ে ওইদিন গোবিন্দগঞ্জ থানায় এজাহার দাখিল করেছেন। ঘটনার ২দিন পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা রেকর্ড হয়নি।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

