গোবিন্দগঞ্জে বজ্রপাতে দুই দিনে দুই ব্যক্তির মৃত্যু 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০০ PM, ২২ অগাস্ট ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জের একই ইউনিয়নে বজ্রপাতে পরপর দুই দিনে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে বজ্রপাতের ঘটনায় হায়দার আলী নিহত হন।  এর আগের দিন উপজেলায় এরশাদ মণ্ডল নামে আরেক ব্যক্তি বজ্রপাতে মারা যান।

নিহত হায়দার ওই ইউনিয়নের উত্তর হরিপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। এরশাদ একই ইউনিয়নের রাম চন্দ্রপুর গ্রামের বছু মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, হায়দার আলী বাড়ির পাশে শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি সেচ দিচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে হায়দার আলী ঘটনাস্থলেই মারা যান। রোববার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়ে একই ইউনিয়নের রাম চন্দ্রপুর গ্রামের বাসিন্দা এরশাদ মন্ডল বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব বিষয়টি নিশ্চিত করে বলেন, এই এলাকায় প্রায়ই বজ্রপাতের ঘটনা ঘটছে। এর আগেও বেশ কয়েকজন বজ্রপাতে নিহত হয়েছেন। বজ্রপাত বা বৃষ্টির সময় এলাকার মানুষকে বাড়ির বাহিরে না যাওয়া জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :