গোবিন্দগঞ্জে ফেনসিডিল ও ইয়াবা সহ গ্রেপ্তার ৮
- গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবা সহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড় নামকস্থানে বিভিন্ন যাত্রীবাহি বাসে তল্লাশি করে। এসময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। তল্লাশিকালে বাসের যাত্রী দিনাজপুর জেলার হামিকপুর থানার মকুরিয়া গ্রামের গোলজার রহমানের ছেলে জনি মিয়া (২২) ও নবাবগঞ্জ থানার বুজরুক হরিনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শাহারুল ইসলামের (২৪) কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।
অপরদিকে, ওইদিন উক্তস্থানে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দিনাজপুরের বিরামপুর থানার পলিখাপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের স্ত্রী শাহনাজ পারভিনকে ৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
একইদিন উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ ৫জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শাবগাছি গ্রামের কলিম উদ্দীনের ছেলে মো. রকেট (৩০), একই গ্রামের মো. দুদু মিয়ার ছেলে লিটন সরকার (৩২), বগুলাগাড়ী গ্রামের তাজুল ইসলামের ছেলে মতিউর রহমান (২৮), চন্ডিপুর গ্রামের লাল মিয়ার ছেলে আঃ বাতেন (৩৫) ও নোদাপুর জামালপুর গ্রামের ডিপটি মিয়ার ছেলে মোখলেছুর (৩২)।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, যাত্রীবাহি বাসে তল্লাশি করে ১২০ বোতল ফেনসিডিল ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার সহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

