গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ দুই নারী গ্রেপ্তার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে পান্ন বেগম ও সুহেদা বেগম নামের দুই নারীকে ৫০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার (১৮ জুন) দুপুরে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা- রংপুর মহাসড়কের ফাঁসিতলা বাজারে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে পুুলিশ বাসটিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাসের যাত্রী নারায়ণগঞ্জ সদরের বাবুরাইল এলাকার বেলাল হোসেনের স্ত্রী পান্না বেগম ও একই এলাকার বাসিন্দা আহসান হাবিবের স্ত্রী সুহেদা বেগমকে ৫০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করে।
গোবিন্দগঞ্জ থানা ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৩৫ হাজার টাকা। আসামি সুহেদার বিরুদ্ধে গাইবান্ধা ও নিলফামারী আদালতে আরও দুটি মাদকের মামলা বিচারাধীন রয়েছে।
আসামীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মাদক মামলা করা হয়েছে।

