গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩০ PM, ১০ নভেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত দু’জন হলো- দিনাজপুর জেলার বিরামপুর থানার পাতুহার এলাকার বাসিন্দা নবানু বর্মণের ছেলে সজিব বর্মণ (২০) ও একই গ্রামের মৃত রফিতুল্লার ছেলে দবিরুল ইসলাম (৩৮)।

জানা গেছে, সোমবার ৯ (নভেম্বর) রাতে গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাধন পাম্পের সামনে বিভিন্ন পরিবহনে চল্লাশি চালায়। তল্লাশিকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোল্লা পরিবহনের একটি বাসে তল্লাশি করে লাগেজে লুকিয়ে রাখা ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ সজিব ও দবিরুলকে গ্রেপ্তার করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২১ হাজার টাকা। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :