গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৫৪ PM, ০৮ নভেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪৭ বোতল ফেনসিডিল সহ জহুরুল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক জহুরুল দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার তেখরা দিয়াশ গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

জানা গেছে, শনিবার রাতে গোবিন্দগঞ্জ থানার এসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাধন পাম্পের সামনে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনে তল্লাশি করা হয়। তল্লাশিকালে লাগেজের ভিতরে রাখা ৪৭ বোতল ফেনসিডিলসহ জহুরুল ইসলামকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :