গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃ দুইজন হলো- সৈয়দপুর জেলার নীলফামারী উপজেলার গোলাহার কবরস্থান গেইট এলাকার বাসিন্দা মৃত হাদিস আলীর ছেলে আরমার সনু (৩৭) ও রসুলপুর এলাকার বাসিন্দা মৃত আকতার হোসেনের ছেলে মুরাদ মিয়া (৩৬)।
জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে গোবিন্দগঞ্জ থানার এসআই আমিনুল সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাধন পাম্পের সামনে বিভিন্ন যানবাহনে তল্লাশী করছিল। তল্লাশীকালে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের দুই যাত্রীর লাগেজে লুকিয়ে রাখা ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আরমার সনু ও মুরাদ মিয়াকে আটক করে।
পুলিশ জানায় উদ্ধারকৃত ফেনসিডিলের অনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।

