গোবিন্দগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাইহাট দুরন্ত স্পোর্টিং ক্লাবের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিজয়ী দল পশ্চিম পোগইল স্পোর্টিং ক্লাব বড়দহ স্পোর্টিং ক্লাবকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নাকাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রথম পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি গরু এবং রানার্স আপ দলকে একটি ছাগল প্রদান করা হয়।
খেলায় নির্ধারিত ৬০ মিনিটে ১-১ গোলে অমিমাংসিত থাকে। প্রথমার্ধের খেলায় বড়দহ ১টি গোল করে। দ্বিতীয়ার্ধে পোগইল ১টি গোল করে খেলায় সমতা ফেরায়। বর্ধিত ১০ মিনিট সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা ট্রাই্রেবকারে গড়ায়। ট্রাইব্রেকারে পশ্চিম পোগইল স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে বিজয়ী হয়।
ফুটবল খেলা শেষে চ্যাম্পিয়ন দল পশ্চিম পোগইল স্পোর্টিং ক্লাব ও রানার্সআপ দল বড়দহ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ, লতিফ প্রধান। খেলার শত শত লোক উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করেন। জায়গা সংকুলান না হওয়ায় অনেককেই গাছে উঠে খেলা দেখতে দেখা গেছে।
নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, নাকাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক মোকছেদুল আমিন রিপন, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল, সহ সভাপতি সাখাওয়াত হোসেন বিপ্লব প্রমুখ।

