গোবিন্দগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
মুজিব বর্ষে শপথ করি, দূর্যোগে জীবন, সম্পদ রক্ষা করি, এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসান, ওয়ারহাউজ ইন্সপেক্টর আরিফ আনোয়ার, সাব- অফিসার শ্রী রমেশ কুমার সাহা, টিম লিডার আতিকুল ইসলাম, রাখালবরুজ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব হোসেন বিএসসি, ইউনিয়ন ভূমি সহকারী রাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ বছর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহে সারা দেশের মধ্যে সেবা প্রদানে অবদান রাখায়, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ ইন্সপেক্টর আরিফ আনোয়ার সেবা পদকে মনোনীত হন।

