গোবিন্দগঞ্জে ফসল উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফসল উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধাবার দিনব্যাপী উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ২০২২-২৩ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই-মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ- পরিচালক মোঃ রোস্তম আলী।
কৃষকদের প্রশিক্ষণ দেন, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আজিম উদ্দিন। প্রশিক্ষণ শেষে ৬০ জন কৃষককে কৃষি সনদ প্রদান করা হয়।

