গোবিন্দগঞ্জে প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে- এর অসাদাচারণ ও করোনাকালীন সরকারী প্রণোদনার টাকা আত্মসাৎ সহ অনিয়ম, দুর্নীতির অভিযোগে রোববার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপি কৃষক, খামারী ও জনসাধারণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ঢাকা-রংপুর মহাসড়কের পৌরশহরের উপজেলা গেট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনচলাকালে বক্তব্য দেন, বাসদ কেন্দ্রীয় সদস্য ও উপজেলা শাখার সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক, উপজেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক মোয়াজ্জম হোসেন, নুর আলম আকন্দ, মোস্তাফিজুর রহমান, ইমদাদুল হক, লাল মিয়া, ওয়াহেদুল, জুয়েল, রেজাউল করিম, সামাউন ও সজিব মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, করোনাকালীন সময়ে কৃষক ও খামারীদের জন্য সরকারের দেওয়া প্রণোদনা ডা. বিপ্লব কুমার দে আত্মসাৎ করেছেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
মানববন্ধন শেষে কৃষক ও খামারিরা বিভিন্ন অনিয়ম, দুর্নীতি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পেশ করেন।

