গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্যসামগ্রী বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২৩ PM, ১৩ জুলাই ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় গুমানীগঞ্জ ইউনিয়নে করোনাকালে সরকারের ঘোষণায় লকডাউন বাস্তবায়নে অসহায় পরিবারের মাঝে মানবিক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে খাদ্য সামগ্রী বিতরণ করেন গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এস এম রিপন ।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আঃ রশীদ আকন্দ, আজমল হোসেন মন্ডল, হারেজুল ইসলাম আকন্দ, শহিদুল ইসলাম, মোর্শেদা বেগম ইউপি সচিব আশরাফুল ইসলাম, হিসাবরক্ষক ফিরোজ কবির ও ইউডিসি পরিচালক ছাইফুল ইসলাম প্রমুখ।

গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম রিপন জানান, করোনায় কর্মহীন হয়ে পড়া গুমানীগঞ্জ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এসব খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, আধা কেজি লবণ, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি সয়াবিন তেল ও ১টি সাবান দেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :