গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের মারপিটে আহত ১০
স্টার রিপোর্টার;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ীর যাতায়াতের রাস্তা নিয়ে প্রতিপক্ষের মারপিটে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৮জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের গোপালপুর (নয়াপাড়া) গ্রামের নাজির হোসেনের সঙ্গে বাড়ীর যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই গ্রামের ছানোয়ার হোসেনের পরিবারের।
এরই জের ধরে গত ২১ মে রাত সাড়ে ১০ টার দিকে লোকমান ফকিরের ছেলে শহিদুল ইসলাম (৩৭) ও তার বোন লতা বেগম বিরোধপূর্ণ রাস্তা দিয়ে যেতে চাইলে নাজির হোসেন তার লোকজনকে নিয়ে দেশীয় ধারালো নিয়ে অতর্কিত ভাবে আক্রমণ করে। এসময় ছানোয়ারের পরিবারের লোকজন তাদের উদ্ধার করতে গেলে তাদেরকে মারপিট করে। এতে তারা গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে ওই রাতেই উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। ঘটনাটি বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যার্টাজ্জি নজরে আসলে তিনি তৎক্ষনিক ভাবে হাসপাতালে যেয়ে আহতদের খোঁজখবর নেন।
আহতরা হলেন-লোকমান ফকির, ছানোয়ার হোসেন, বাচ্চু মিয়া, মুন্নুজান বেগম, রেহেনা পারভীন, নাজিরা বেগম, নজরুল ইসলাম, বাবু ও নবীর।
এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে নাজির হোসেনসহ ৮ জনের নাম উল্লেখ করে ২২ মে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী বলেন, তদন্ত সাপেক্ষে দোষিতে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহণ করা হবে।

