গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের জমি দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৫৩ PM, ০৮ অগাস্ট ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি জবর দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি হাতিয়াদহ গ্রামের রাজু আহম্মেদের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের দুলু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধপূর্ণ জমি নিয়ে গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন দুলু মিয়া। বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে। মামলা চলমান থাকার পরও দুলু মিয়া তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক বাড়ী নির্মাণ করছেন। অভিযোগ রয়েছে, রাজু আহম্মেদের লোকজন বাড়ী নির্মাণে বাধা প্রদান করতে গেলে দুলু মিয়া ওই গ্রামের জিনের বাদশা প্রতারক চক্রের সদস্য কয়েকটি মামলার আসামী আজমল হোসেনকে সঙ্গে নিয়ে মারপিটসহ প্রাণনাশের হুমকি ধুমকি প্রদর্শন করে আসছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

মামলা নিস্পত্তি হওয়ার আগেই কেন বাড়ী নির্মাণ করছেন এমন প্রশ্নের জাবাবে দুলু মিয়ার কাছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

আজমল হোসেন বলেন, দুলু মিয়া আমার বিয়াই হন। সেই সুবাদে আমি সম্পৃক্ত আছি।

রাজুর ভাই আজাদ জানান, ক্রয়সূত্রে আমরা ওই জমির মালিক। কিন্তু প্রতিপক্ষ দুলু মিয়া ওয়ারিশ সূত্রে জমির মালিকানা দাবী করে আদালতে মামলা করেন। মামলাটি নিস্পত্তি হওয়ার আগেই জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন দুলু মিয়া ও তার লোকজন।

গোবিন্দগঞ্জ থানার এসআই মোহাম্মদ আলী বলেন, শান্তি, শৃঙ্খলারক্ষায় দুলু মিয়ার বিরুদ্ধে নন প্রসিকিউশন মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :