গোবিন্দগঞ্জে পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশনের উপজেলা কমিটি গঠন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে পৌরশহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। শেষে সংগঠনের সকল সদস্যদের সম্মতিক্রমে মো. শামীম রেজাকে সভাপতি ও মো. খোকন ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- গোলাম কিবরিয়া সিনিয়র সহসভাপতি, মাহফুজুর সহসভাপতি, সহ সাধারণ সম্পাদক ফিরোজ কবির, কোষাধ্যক্ষ শ্রী উজ্জল বর্মন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মিজান, প্রচার সম্পাদক আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক সুজন ইসলাম, ক্রীড়া সম্পাদক রাকিব হাসান, ধর্মবিষয়ক সম্পাদক নূরুদ্দীন আহম্মেদ, কার্যকরী সদস্য ছামিউল, নাজির হোসেন, মিন্টু সরকার, আব্দুর রউফ, সাবলু মিয়া প্রধান, এখলাস হোসেন, সদস্য সোহেল রানা, মিজবাউল হক, রবিউল ইসলাম, নাজমুল হাসান, শফিকুল ইসলাম, লিপন আহম্মেদ, সুফিয়ান ও মাহমুদ হাসান।

