গোবিন্দগঞ্জে পেটের ব্যথা সহ্য করতে না পেরে নারীর আত্মহত্যা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পেটের ব্যথা সহ্য করতে না পেরে অজুবা বেগম (৪৫) নামে এক নারী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে স্থানীয়রা এই মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে জানিয়েছেন।
সোমবার (৯ জানুয়ারী) বিকেল ৪টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বিশুলিয়া গ্রাম থেকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বিশুলিয়া গ্রামের ওসমান আলীর মেয়ে অজুবা বেগমের সঙ্গে একই গ্রামের বাসিন্দা আনিছুর রহমানে বিয়ে হয়। তাদের সংসারে ৩জন সন্তানও রয়েছে। দীর্ঘদিন ধরে তারা সংসার করে আসছিলেন। মাঝে মধ্যে ওই নারী পেটের ব্যথা অনুভব করে আসছিলেন। চিকিৎসা করেও পেটের ব্যথা থেকে আরোগ্য পাননি তিনি।
এরই একপর্যায়ে ঘটনার দিন দুপুরে আবারো পেটের ব্যথা শুরু হয়। এসময় পরিত্যক্ত ঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তিনি। ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে ডাক-চিৎকার করে তার মেয়ে। খবর পেয়ে সুরতহাল রিপোর্টের জন্য মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা করা হয়েছে।
