গোবিন্দগঞ্জে পুলিশি অভিযানে ১শ’৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১৬ PM, ২৯ জুলাই ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ১শ’৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার হোসেন, এএসআই মুশফিকুর রহমান এবং এএসআই সাইফুল ইসলামের নেতৃৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া দূর্গাপুর গ্রামের পেশাদার মাদক ব্যবসায়ী কাফী মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় কাফীর ঘরের ভিতর থেকে পুলিশ সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১শ’৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ কাফী (৪০) ও রতন মিয়াকে(৩৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কাফী পৌর শহরের ঘোষপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং রতন বর্ধনকুঠি (শিল্পপাড়া) গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা হাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :