গোবিন্দগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, মামলা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:০৬ PM, ২১ অগাস্ট ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষ দিয়ে পুকুরের মাছ নিধনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মাছ চাষি সুকমল চন্দ্র সরকার বাদী হয়ে চারজন নামীয় এবং অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে শনিবার গোবিন্দগঞ্জ থানায় মামলাটি করেন। মামালা নং ৪৬। তিনি উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রামের বাসিন্দা।

মামলার আসামীরা হলেন- একই গ্রামের হিমাংশু মালি (৩৫), বাবু মিয়া (৪৮), নির্মল চন্দ্র (৩৮)ও শ্রী ত্রৈলক্ষ ৪৫)। এছাড়া আসামীদের মধ্যে দু’জন ২০১৩ সালে সুকমল চন্দ্র সরকারের ছোট ভাই মাধাই চন্দ্রকে অপহরণের পর হত্যা করে বস্তাবন্দি লাশ পুকুরে ফেলে যায় দৃর্বৃত্তরা। ওই ঘটনায় সুকমল চন্দ্র বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছিলেন।

এর আগে ২০০৯ সালে সুকমল চন্দ্র সরকারের অন্য একটি পুকুরে বিষ দিয়ে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি করেছিল এই আসামীরা।

প্রসঙ্গত, সুকমল সরকার দীর্ঘদিন ধরে আলীগাঁও কোচ পুকুর নামে একটি সরকারি পুকুর লীজ নিয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।

গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ওই পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মরে ভেসে উঠে। এতে চন্দ্র সরকারের ৩ একর ৬০ শতাংশের এ বিশাল পুকুরে মাছ মরে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, উক্ত ঘটনায় মামলা করা হয়েছে। আসামী গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন :