গোবিন্দগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নদীর তীররক্ষা কাজে ফাকিবাজি, রাত ১২ টায় চলছে কাজ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪২ AM, ২১ জুন ২০২২

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার চক রহিমাপুর (কামারপাড়া) এলাকায় করতোয়া নদীর তীররক্ষা কাজের জন্য জিও ব্যাগ ভরাট করা হচ্ছে। তীররক্ষার জন্য যে স্থানে জিও ব্যাগ ফেলা হবে তার মাত্র ২০০ গজ দুরেই বসানো হয়েছে ড্রেজার মেশিন।

সরেজমিনে দেখা যায়, সোমবার রাত ১২ টার দিকে ঠিকাদার ফ্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। সেখানকার শ্রমিক জানান, ওই মেশিন ঠিকাদারের। আর পানি উন্নয়ন বোর্ডের লোকজন সর্বক্ষণিক তদারকি করছে। তাদের সামনেই সেখানে বালু তোলা হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ যদি নদীর তীরের কাছ থেকে বালু উত্তোলন করে মেরামত করা হয়। তবে সরকারি ওই কাজ জনগণের কোনো উপকারে আসবেনা। ফলে এই অর্থ নদীতে ফেলা হবে বলে তারা মনে করেন।

অভিযোগ রয়েছে, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে জানিয়েও কোনো প্রতীকার মেলেনি। গত দুদিন হচ্ছে সেখানে বালু উত্তোলন করা হচ্ছে।

জানতে চাইলে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, আপনারা বিষয়টি নিয়ে ইউএনওর সাথে কথা বলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের লোকজন দায়সারা কথা বলেছেন। এটা তাদের কাজ তারা দেখেও চুপ আছেন কেন?
বিষয়ট উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :