গোবিন্দগঞ্জে পাথর চাপায় প্রাণ গেল ট্রাক চালকের
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাথর চাপায় মজনু মিয়া (৫০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাতে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আরিফ আনোয়ার জানান, একটি পাথর বোঝাই ট্রাক ঘোড়াঘাট থেকে গোবিন্দগঞ্জ অভিমুখে যাচ্ছিল। এসময় চালকের চোখে ঘুম আসায় হেলপারকে ট্রাক চালাতে দিয়ে চালক ট্রাকে থাকা পাথরের ওপর ঘুমিয়ে পড়েন। কিন্তু সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় ট্রাকটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হেলপার। এরপর ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের ওপর থাকা চালক পাথরের নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

