গোবিন্দগঞ্জে পাওয়ার ট্রলির চাকা ফেটে বিদ্যুৎ খুটিতে ধাক্কা, চালক নিহত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাওয়ার ট্রলির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুটির সঙ্গে ধাক্কায় বাবু মিয়া (৩০) নামে ট্রলি চালকের মৃত্যু হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ আঞ্চলিক সড়কের সোনারপাড়া নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহত বাবু মিয়া মাগুড়া সোনারপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।
এলাকাবাসী জানান, বাবু মিয়া ট্রলিতে করে ইট নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পৌরশহরের সোনারপাড়া নামকস্থানে পৌঁছালে ট্রলির চাকা ফেটে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি পাশে বিদ্যুৎ খুটিতে ধাক্কা লাগে। এতে খুটির আঘাতে মাথা ফেটে গিয়ে ঘটনাস্থলেই বাবু মিয়ার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করেন।

