গোবিন্দগঞ্জে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিনহাজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ আগস্ট) উপজেলার বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জীর নেতৃত্বে উপজেলার কামদিয়া ইউনিয়নের তেঘড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার হামিদপুর চিত্তিপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
প্রসঙ্গত, মিনহাজুল ইসলাম চট্টগ্রাম বন্দর থানায় ২০০৮ সালে সংঘটিত ডাকাতির চেষ্টা মামলায় অভিযুক্ত আসামী ছিল। আদালত তাঁকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। এরপর থেকেই সে পলাতক ছিল।
বিষয়টি নিশ্চিত করে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান, তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

