গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আল আমিন (২৬) নামের এক মটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। নিহত আল আমিন উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী গ্রামের বাসিন্দা তোফাজ্জল ড্রাইভারের ছেলে। এ ঘটনায় অপর দু’জন আরিফ (২৩) ও সাঈদ ( ২৭) গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) দুপুরে আল আমিন দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বিশুবাড়ী থেকে বালুয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বিশুবাড়ী-বালুয়া বাজার সড়কের মান্নান- এর বাড়ীর পাশে রাস্তারমোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর দু’জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আরিফের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতাকালে রেফার্ড করেন।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

