গোবিন্দগঞ্জে নারী ফেডারেশন ও আশার আলো গ্রাম উন্নয়ন পরিষদের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় সকল নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (২১ আগস্ট) সকালে উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন নারী ফেডারেশন ও আশার আলো গ্রাম উন্নয়ন পরিষদের আয়োজনে মালেকাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। এতে বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটাবাড়ি ইউনিয়ন নারী ফেডারেশন ও আশার আলো গ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি নান্নু মিয়া।

