গোবিন্দগঞ্জে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২৯ PM, ১৩ জুন ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুটি পৃথক অভিযানে ৬০ বোতল ফেনসিডিল ও ১৪৮০ পিস ব্রæপ্রিনোফিন ইনজেকশনের এম্পল উদ্ধার এবং এক নারীসহ ৩জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- দিনাজপুরের বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের মোসলেম উদ্দিনের কন্যা মর্জিনা বেগম (৫০), রংপুরের পীরগঞ্জ উপজেলার ঠাকুরদাশ লক্ষীপুর গ্রামের মৃত মোকারম হোসেনের ছেলে মুসফিকুর রহমান (৩০) ও খালাসপীর গ্রামের নজিম উদ্দিনের ছেলে রাশেদ মিয়া (৩২)।

হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে রংপুর -বগুড়া মহাসড়কের মাস্তা নামকস্থানে মিঠাপুকুর থেকে ছেড়ে আসা রাকিব এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসে তল্লাসী চালায়। এসময় বাসযাত্রী মর্জিনা বেগমের বেগমের দেহ তল্লাসী করে ৬০ বোতল ফেনসিডিলসহ মর্জিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, রোববার রাত ১১ টার দিকে হাইওয়ে পুলিশ একই স্থানে নৈশকোচ ডিপজল পরিবহনে অভিযান চালিয়ে যাত্রী মুসফিকুর রহমান ও রাশেদ মিয়ার ব্যাগে তল্লাসী চালিয়ে ১৪৮০ পিস ব্রæপ্রিনোফিন ইনজেকশনের এম্পলসহ তাদেরকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী প্রধান বিষয়টি নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন :