গোবিন্দগঞ্জে নারীর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে সমন্বয় সভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এনজিও এসকেএস- এর উদ্যোগে নারীর প্রতি পারিবারিক সহিংসতা, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে উপজেলা পর্যায়ে বাৎসরিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
বুধবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এএসএসআর ফর ইএমডাব্লিউজি প্রকল্প, এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সমন্বয় সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রজেক্ট ম্যানেজার লাভলী খাতুন, বিউটি বেগম, হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী সাজু, ইউপি সদস্য প্রণয় বিকাশ দেব নিতাই, কমিউনিটি মোবিলাইজার বিপুল চন্দ্র রায় ও নাকাইহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন মোবারক প্রমুখ। অনুষ্ঠানে ইমাম, কাজী, শিক্ষক, সমাজসেবী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
