গোবিন্দগঞ্জে নাগরিক কমিটির নির্বাচনী ইশতেহার ঘোষণা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪৯ PM, ২৫ জানুয়ারী ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। নাগরিক কমিটির উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ ইশতেহার ঘোষণা করা হয়। এ উপলক্ষে এক সভার আয়োজন করে নাগরিক কমিটি।

নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলার চেয়ারম্যান শেখ ছাদেক, জেএসডি উপজেলা সভাপতি আইয়ুব হোসেন সরকার, সাধারণ সম্পাদক আজগর আলী আরজ, বাসদ উপজেলা আহবায়ক রফিকুল ইসলাম রফিক, জাতীয় কৃষক সমিতির সহ-সভাপতি মমতাজ আলী প্রধান, সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম, চ্যানেল আইয়ের সাংবাদিক ফারুক হোসেন, শ্রমিক নেতা শাহারুল আলম সরকার, নাগরিক কমিটির সদস্য হামিদুর রহমান রানা মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন পাতা প্রমুখ।

নাগরিক কমিটি, দুর্নীতি মুক্ত পৌরসভা গড়ে তোলা, পৌরসভার সকল রাস্তা পাকাকরণ, অন্ধকারমুক্ত, আলোকিত পৌরসভা গড়া, পৌরসভার জলাবদ্ধতা নিরসণ ও পরিস্কার পরিচ্ছন্ন পৌরসভা গড়াসহ ১৭দফা দাবী সম্বলিত ইশতেহার ঘোষণা করেন। শেষে সুষ্ঠু ভোটের দাবীতে উপজেলা রোডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আপনার মতামত লিখুন :