গোবিন্দগঞ্জে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডের উদ্যোগে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২৯ PM, ১৪ অগাস্ট ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব অসহায় পরিবারের মাঝে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার নেসকো ডিট্রিবিউশন আঞ্চলিক অফিসে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

উপহার সামগ্রীর মধ্য ছিল ১০কেজি চাল, ৪ কেজি আটা, ১ কেজি লবন, ১ কেজি ডাল, ৪ কেজি আলু, ১ লিটার তৈল, ২ কেজি পেয়াজ। ১০৫ জন অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিক্রয় ও বিতরন বিভাগ নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম মন্ডল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নেসকো লিমিটেড রংপুর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ-সহকারী
প্রকৌশলী আব্দুল্লাহ্ আল নূর তারেক ও গোলাম মোক্তাদির রহমান সহ অন্যান্যরা।

আপনার মতামত লিখুন :