গোবিন্দগঞ্জে নদী থেকে বালু তোলায় গ্রেপ্তার ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে বালু তোলার অভিযোগে দুই বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুইজন হলেন- উপজেলার সাপমারা ইউনিয়নের মিরপুর মেরী গ্রামের মৃত শওকত আলীর ছেলে মতিউর রহমান (৩৭) ও একই গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে আ. সামাদ শেখ (৫৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে করতোয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়ক ও গোবিন্দগঞ্জ-রংপুর মহাসড়কের পাশে ও ঝুঁকিপূর্ণ কাটাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় বালু উত্তোলনের অভিযোগ আনা হয়।
পুলিশ আরও জানায়, গত ৩ জানুয়ারি ২০২১ তারিখে দায়ের করা মামলা নং- ২ এ বিজ্ঞ আদালতে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করেছে।
গোবিন্দগঞ্জ থানার এসআই আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূ-গর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় চাঁদাবাজি ও জোরপূর্বক জমি দখলের দুটি মামলা রয়েছে।

