গোবিন্দগঞ্জে নদী থেকে বালু তোলায় আটক ৩

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩৬ PM, ২১ ডিসেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি; 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে বালু তোলার অভিযোগে ৩জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় বালু তোলায় ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদী থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল বালুদস্যুরা।

সোমবার (২১ ডিসেম্বর) অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজির হোসেন কয়েকটি বালু স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বালু তোলার অভিযোগে ৩জনকে আটক করা হয়। এছাড়া বালু তোলায় ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। বালু উত্তোলন, বিপনন ও পরিবহনের দায়ে আটক ৩জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। সেইসাথে বালু জব্দ করা হবে।

আপনার মতামত লিখুন :