গোবিন্দগঞ্জে নদী থেকে বালু তোলায় গ্রেপ্তার ২

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:১৪ AM, ১৩ নভেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি; 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে পুলিশ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমপুর উত্তরপাড়া গ্রামের মোস্তফার ছেলে তাহের (৪৮) ও একই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীর চক রহিমপুর এলাকায় তাহের, শহিদুল, শামীম, মিঠু, মোস্তফা সহ আরও কয়েকজন করতোয়া নদী থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে থানায় মামলা হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন :