গোবিন্দগঞ্জে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোনারুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার দরবস্ত ইউনিয়নের দক্ষিণ মিরুপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী উপজেলার দরবস্ত ইউনিয়নের দক্ষিণ মিরুপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
উল্লেখ্য, লম্পট মোনারুল ইসলাম একই এলাকার একটি মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই মেয়ে লম্পট মোনারুল ইসলামের ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। স্থানীয়ভাবে বিয়ের মাধ্যমে মিমাংসার চেষ্টাও করা হয়। কিন্তু লম্পট মোনারুল বিয়ে না করে আত্মগোপন করে। এরই মধ্যে মেয়েটি সন্তান প্রসব করে।
একপর্যায়ে মেয়েটির বাবা বাদী হয়ে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্্রাইব্যুনাল- ২ এ একটি মামলা করেন। ওই মামলায় লম্পট মোনারুল ইসলামের নামে ওয়ারেন্ট ইস্যু করে আদালত।
এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী মোনারুল ইসলাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে রোববার (২৯ জানুয়ারী) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম।

