গোবিন্দগঞ্জে ধর্ষকের ফাঁসির দাবীতে নাগরিক কমিটির মানববন্ধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০৫ PM, ১৩ অক্টোবর ২০২০

Spread the love

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেশব্যাপি নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে থানামোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নাগরিক কমিটির আহবায়ক ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম এ মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেএসডি উপজেলা কমিটির সভাপতি আইয়ুব হোসেন, উপজেলা বাসদ সমন্বয়ক রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক শাহ আলম সরকার সাজু, কৃষক নেতা মমতাজ আলী, শিক্ষক আতিকুর রহমান আতিক, উপজেলা কমিউনিষ্ট পার্টি নেতা আল-মামুন, উপজেলা যুবমৈত্রী সভাপতি আশরাফুল ইসলাম, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণধর্ষণ, নারী নির্যাতন-নিপীড়ন বন্ধে মৃতুদন্ড আইন বাস্তবায়ন সহ সামাজিক সুরক্ষা ও অপরাধীদের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে ধর্ষকের ফাঁসি দিতে হবে। তারা আরও বলেন, ধর্ষক মানুষ নয়, ওরা নরপশু, এদের সমাজ থেকে চিরতরে নিমূল করতে হবে। তাছাড়া ধর্ষণের আইন শুধু মৃতুদন্ড করলেই হবে না, সেই আইন দ্রুত বাস্তবায়নও করতে হবে।

আপনার মতামত লিখুন :