গোবিন্দগঞ্জে দুস্থ অসহায় দরিদ্র মানুষের মাঝে বয়স্ক ও বিধবা ভাতাকার্ড বিতরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নে দুস্থ অসহায় দরিদ্র মানুষের মাঝে ভিজিডির চাল, বয়স্ক ও বিধবা ভাতাকার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ মার্চ) প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এ ভাতাকার্ড বিতরণ করেন।
এতে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। এছাড়া উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, সমাজ সেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল জুয়েল, মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন নেছা বেগম ও কামদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

