গোবিন্দগঞ্জে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মা-ছেলে ও বাবা-ছেলের লড়াই

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩৬ PM, ২১ ডিসেম্বর ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে বাবা-ছেলে ও শালমারা ইউনিয়নে মা-ছেলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনিয়ে সাধারণ ভোটাদের মাঝে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

চতুর্থ ধাপের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং সাপমারা ইউনিয়নের খামারপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন সরদার ঘোড়া প্রতীক ও তার ছেলে সুমন সরদার টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া শালমারা ইউনিয়নের বাসিন্দা আছাব উদ্দিনের ছেলে ইমরান হোসেন মিলন ঘোড়া প্রতীক নিয়ে এবং তার মা মোছা. মিহিলিকা বেগম টেলিফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক খামারপাড়া গ্রামের এক বাসিন্দা বলেন, তোফাজ্জল হোসেন সরদারের পরিবার থেকে চেয়ারম্যান পদে তিনজন ও মেম্বার পদে একজন প্রার্থী মনোনয়ন দাখিল করে। কিন্তু পরবর্তীতে শুধুমাত্র চেয়ারম্যান পদে একজন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করে নেয়, আর বাবা-ছেলে ও মেম্বার পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে করে সাধারণ মানুষের মাঝে নানা ধরনের মন্তব্য শুরু হয়েছে।

জানতে চাইলে তোফাজ্জল হোসেন সরদার বলেন, গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ষড়যন্ত্র করে তার ভোট অন্য একটি উপজেলায় তালিকাভুক্ত করেছিল। যে কারণে তাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। প্রার্থীতা জটিলতার কারণেই বাবা-ছেলে দুজনই মনোনয়ন দাখিল করেছিলেন বলে জানান তিনি। পরবর্তীতে তা আর প্রত্যাহার করেননি।

অপরদিকে, শালমারা ইউনিয়নের ইমরান হোসেন বলেন, প্রার্থীতা জটিলতার কারণে তারা মা-ছেলে দুজনেই মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু সময় না পাওয়ায় তার মা প্রার্থীতা প্রত্যাহার করতে পারেননি। ফলে নিয়ম অনুযায়ী দুজনেরই প্রার্থী রয়েছেন।

সাপমারা ইউনিয়নে আরও পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে। তারা হলেন- এনামুল হক (চশমা), শামীম রেজা মন্টু (নৌকা), শাকিল আলম বুলবুল (আনারস), আব্দুর রশিদ (লাঙ্গল) ও শাহ আলম (মোটরসাইকেল)।
অপরদিকে, শালমারা ইউনিয়নেও পাঁচজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আনিছুর রহমান আনিস (নৌকা), আবু তাহের মন্ডল শামীম (মোটরসাইকেল), আইয়ুব আলী (চশমা), আমির হোসেন শামীম তালুকদার (ভ্যানগাড়ি) ও রাসেদ মোশারফ শিবলু (আনারস)।

চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন :