গোবিন্দগঞ্জে দুই অটোরিক্সার সংঘর্ষে বিজিবি সদস্য নিহত
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজার রহমান (৪৮) এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) রাত আটটার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাছিরাবাদ এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত মোস্তাফিজার রহমান ময়মনসিংহ জেলার ভালুকার ভরাডোবা গ্রামের নইমুদ্দিনের ছেলে। সে নওগাঁ ১৬ ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, রাত সাড়ে আটটার দিকে গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাটগামী একটি সিএনজি ওইস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ও অটোরিক্সা দুটিই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির যাত্রী বিজিবি সদস্য মোস্তাফিজার রহমানের মৃত্যু হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে ওসমানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

