গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে একজনের মৃত্যু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২৭ PM, ১২ অগাস্ট ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে মেজবাউল হোসেন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে মারপিটের এ ঘটনা ঘটে।
নিহত মেজবাউল হোসেন উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামের গেন্দেলা শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মেজবাউল হোসেনের ছেলে মোমিনুল শ্বশুরবাড়ী থেকে রাতে নিজ বাড়ীতে ফেরার সময় দরবস্ত মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের বাড়ীর পাশে আলমগীর কবির রতনসহ কয়েকজন যুবককে দেখে মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে তাদের দিকে ধরেন। এতে সেখানে থাকা কয়েকজন যুবক ক্ষিপ্ত হয়ে মোমিনুলকে মারপিট করে মোবাইলটি ছিনিয়ে নিয়ে স্থানীয় একটি ক্লাবে আটকে রাখে।

মোমিনুলের বড় ভাই ময়নুল ইসলাম (বাবু) জানান, ছোট ভাইকে মারপিট করে আটকে রাখার খবর পেয়ে এগিয়ে গেলে আমাকেও মারপিট করে ক্লাবে আটকে রাখা হয়। বিষয়টি জানার পর মেজবাউল হোসেন ছেলেদের উদ্ধারের জন্য এগিয়ে গেলে তাকেও এলোপাথারী মারপিট করে তারা। একপর্যায়ে তিনি ওই যুবকদের মারপিটে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম বলেন, এঘটনায় আলমগীর কবির (রতন) মন্ডল নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

আপনার মতামত লিখুন :