গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচারসহ বেপজার কার্যক্রম বন্ধের দাবী, সড়ক অবরোধ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচারসহ বেপজার কার্যক্রম বন্ধের দাবীতে সড়ক অবরোধ করেন সাঁওতালরা। সোমবার বিকেল ৪টা থেকে দুই ঘন্টাব্যাপি উপজেলার কাটামোড় নামকস্থানে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন তারা।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে বলেন, হত্যার বিচারসহ সাঁওতালদের পৈত্রিক জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল-বেপজার সব কার্যক্রম বন্ধের দাবিতে সড়ক অবরোধ করা হয়। সাঁওতালদের পৈত্রিক জায়গায় কোনো ইপিজেড নির্মাণ হবে না। প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবীর বিষয়ে আলোচনার প্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়। এসময় তিন সাঁওতাল হত্যার বিচারসহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাঁওতালদের বাপদাদার জমি ফেরতের দাবী জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ জানান, থানার ওসি সহ আমি ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের দাবী-দাওয়া শুনি। তাদের দাবীর বিষয়টি উচ্চপর্যায়ে জানানো হবে। এরই প্রেক্ষিতে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেন।
এর আগে কাটামোড় ও গোবিন্দগঞ্জ থানামোড় এলাকায় তিন সাঁওতাল হত্যার বিচারসহ পৈত্রিক জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল-বেপজার সব কর্যক্রম বন্ধের দাবিতে গত ২০ ও ২২ আগস্ট মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিল সাঁওতালরা।

