গোবিন্দগঞ্জে তিন মাদক কারবারি গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৬ PM, ২৭ ডিসেম্বর ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌর শহরের বুজরুক বোয়ালিয়া (ঘোষপাড়া) একটি বাসায় অভিযান চালায় গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। এসময় তল্লাশী চালিয়ে বিছানার নিচ থেকে ৩০০ পিচ ট্যাপেন্ডাডল উদ্ধার করা হয় সেইসাথে মোতাহার আলী (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মোতাহার আলী গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের ছালজার রহমানের ছেলে।

অপরদিকে, ওইদিন দুপুরে উপজেলার কাটামোড় নামকস্থানে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার পিচ ব্রুপেন ইনজেকশন অ্যাম্পল সহ দুই মাদক কারাবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর গ্রামের বাসিন্দা মো.নূর হোসেনের ছেলে মো. আব্দুল মমিন (৩৮) দিনাজপুর বিরামপুর থানার পলিগঙ্গাপুর গ্রামের আ. সালামের ছেলে জহুরুল ইসলাম (৩২)।

পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করেছেন গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ।

মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উল্লেখিত ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :